রাজধানীতে দায়ের করা দুটি পৃথক মামলায় সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন এবং আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদকে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। একই দিনে পৃথক দুটি হত্যা মামলায় সাবেক এমপি মমতাজ বেগম ও সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (৩০ জুন) ঢাকা মহানগর হাকিম আদালতে পুলিশ তাদের রিমান্ড ও গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
ধানমন্ডি থানায় কিশোর মোতালিব হত্যা মামলায় শাহে আলম মুরাদকে একদিনের রিমান্ডে পাঠানো হয়েছে। পুলিশের সাত দিনের আবেদন থাকলেও আদালত শুনানি শেষে এক দিনের অনুমতি দেন।
অন্যদিকে, সন্ত্রাসবিরোধী আইনে শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় সাবিনা আক্তার তুহিনকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়। আদালতে দুই পক্ষের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
এছাড়া, কোতোয়ালি থানার একটি হত্যা মামলায় মমতাজ বেগম এবং ধানমন্ডি থানার আরেকটি হত্যা মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিন সকালে চার আসামিকেই কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ।
মন্তব্য করুন