সফল হার্টের বাইপাস সার্জারির পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় তিনি রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাসায় যাবেন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, অপারেশনের দশ দিন পর চিকিৎসকদের অনুমতিতে বাসায় ফেরার সিদ্ধান্ত হয়েছে। ডা. শফিকুর রহমান তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া ও শুভকামনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
হাসপাতাল থেকে বাসায় ফেরার সময় কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন এবং এ উপলক্ষে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হবে।
উল্লেখ্য, গত ২ আগস্ট সকালে ইউনাইটেড হাসপাতালে তার হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন হয়। বর্তমানে তিনি ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফিরছেন এবং চিকিৎসকের পরামর্শে হাঁটাচলাও করছেন।
মন্তব্য করুন