চট্টগ্রামে গেস্ট হাউস থেকে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্ট | চট্টগ্রাম
সাবেক সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধের বীর সেনানী লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদের মরদেহ চট্টগ্রামের একটি গেস্ট হাউস থেকে উদ্ধার করা হয়েছে। রোববার রাতে সেখানে অবস্থান করছিলেন তিনি। সোমবার (৪ আগস্ট) সকালে তার কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে চিকিৎসক দল মৃত ঘোষণা করেন।
চট্টগ্রামের সাংবাদিক কামাল পারভেজ বিবিসি বাংলাকে জানান, রবিবার বিকেলে তিনি ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছান। এরপর চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসের ৩০৮ নম্বর কক্ষে অবস্থান নেন। রাতের খাবার শেষে নিজ কক্ষে ঘুমাতে যান সাবেক এই সেনাপ্রধান।
সোমবার সকালে দীর্ঘ সময় সাড়া না পাওয়ায় গেস্ট হাউস কর্তৃপক্ষ দরজা খুলে কক্ষে প্রবেশ করে। সেখানে বিছানার ওপর পড়ে থাকা অবস্থায় তার নিথর দেহ দেখতে পান।
চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষা, নিশ্চিত মৃত্যু
খবর পেয়ে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) চট্টগ্রামের একটি চিকিৎসক দল গেস্ট হাউসে পৌঁছায় এবং তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করে। পরে মরদেহ সিএমএইচ চট্টগ্রামে স্থানান্তর করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মাহমুদা বেগম বলেন, “চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসের একটি কক্ষ থেকে সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হলেও, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।”
একজন যোদ্ধা, একজন দেশপ্রেমিক
লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদ ছিলেন মুক্তিযুদ্ধের বীর, যিনি ১৯৭১ সালে চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত অবস্থায় পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে স্বাধীনতা যুদ্ধে যোগ দেন। অসামান্য সাহসিকতার জন্য তাকে ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করা হয়।
তিনি ২০০০ সালের ডিসেম্বর থেকে ২০০২ সালের জুন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
তার জন্ম ১৯৪৮ সালের ১৫ ফেব্রুয়ারি, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নে।
ডেসটিনি মামলায় হাজিরা দিতে এসেছিলেন চট্টগ্রামে
জানা যায়, হারুন-অর-রশীদ ডেসটিনি গ্রুপের আর্থিক কেলেঙ্কারির একটি মামলায় হাজিরা দিতে চট্টগ্রামে এসেছিলেন। সেই উদ্দেশ্যে তিনি রোববার বিকালে চট্টগ্রাম ক্লাব গেস্ট হাউসে উঠেছিলেন।
তাঁর মৃত্যুর খবরে সেনা ও মুক্তিযোদ্ধা মহলে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন