বিস্তারিত:
দেশ জুড়ে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরিক্ষা। মুন্সীগঞ্জে এবছর জেলার ২২টি কেন্দ্র পরিক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে মোট ৯হাজার ৫২২জন পরীক্ষার্থী। এরমধ্যেই পরিক্ষা কেন্দ্র গুলোর সবরকমের প্রস্তুতি সম্পূর্ন করা হয়েছে। পরিক্ষাকেন্দ্র গুলোতে যথাযথ পরিবেশ রক্ষায় ৬টি উপজেলার ইউএনওদের সাথে প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক সভা করেছেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার পরীক্ষার্থীদের বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্টদের তথ্যমতে, মোট পরীক্ষার্থীদের মধ্যে এইচএসসি পরিক্ষা ৩টি ভেন্যু ও ১৪টি মূল কেন্দ্রে পরিক্ষায় অংশনেওয়ার কথা রয়েছে ৮হাজার ৭১৪জন । অন্যদিকে আলীম পরিক্ষায় ৩টি কেন্দ্রে অংশনিবে ২৭৬জন শিক্ষার্থী। আর এইচএসসি ( ভোকেশনাল ) পরিক্ষায় ৫টি কেন্দ্রে পরিক্ষার্থী সংখ্যা ৫৩২জন।
জেলায় এবারের মোট এইচএসসিতে অংশ নিবে ৩০ কলেজের পরীক্ষার্থী।
মন্তব্য করুন