মাঝে গত বছর আগস্টে পাকিস্তানের মাটিতে ২ ম্যাচের সিরিজটাই শুধু ব্যতিক্রম। বাকি সব ২ বা ৩ ম্যাচের সিরিজেই দেখা যায় বাংলাদেশের পারফরম্যান্সে ধারাবাহিকতা খুব কম। এক টেস্ট ভালো খেললে পরের টেস্ট খারাপ। না হয় এক টেস্ট খারাপ খেললে তারপরেরটা হয় ভালো। কিন্তু ধারাবাহিকভাবে ২ টেস্টে ভালো খেলার নজির খুব কম টাইগারদের।
মাঝে ব্যতিক্রম ছিল কেবল পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। গত বছর আগস্ট-সেপ্টেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ দুটিতেই জিতেছে। একটি ৬ উইকেটে, অন্যটি ১০ উইকেটের ব্যবধানে।
কিন্তু এর বাইরে টিম বাংলাদেশের পরপর দুই টেস্টে ভালো খেলার রেকর্ড নেই বললেই চলে। এবার শ্রীলঙ্কা সফরেও দেখা গেলো সেই পুরোনো চিত্র।
মন্তব্য করুন