নিবন্ধন পাওয়ার পর প্রথমবারের মতো নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে গণঅধিকার পরিষদ। ২০২৪ সালের হিসাব অনুযায়ী, দলটির মোট আয় হয়েছে ৪৬ লাখ ৪ হাজার ৩০০ টাকা এবং ব্যয় হয়েছে ৪৫ লাখ ৯৬ হাজার ৮৮ টাকা। সব হিসাবের শেষে দলটির হাতে উদ্বৃত্ত রয়েছে ১৩ হাজার ২১২ টাকা।
দলের সাধারণ সম্পাদক রাশেদ খান সোমবার (২৮ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে এই হিসাবপত্র জমা দেন।
হিসাব জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খান বলেন, দেশের সাম্প্রতিক তিনটি জাতীয় নির্বাচন জাতির জন্য লজ্জাজনক। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার আওয়ামী লীগের সহযোগী দল জাতীয় পার্টি ও ১৪ দলকে ব্যবহার করছে। যদিও আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করার দাবি উঠেছে, তারপরও তাদের মিত্রদের বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
মন্তব্য করুন