রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ আহতদের চিকিৎসায় সহায়তা করতে চীন, ভারত ও সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে চীনের পাঁচ সদস্যের একটি বিশেষ মেডিকেল প্রতিনিধি দল, যাঁদের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সরা রয়েছেন। দলটিকে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল হেলথ ইমার্জেন্সি রেসপন্স উইংয়ের মহাপরিচালক সায়েদা জাসমিন সুলতানা মিল্কি।
এর আগে বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় ভারত ও সিঙ্গাপুর থেকেও পৃথকভাবে তিন সদস্যের দুটি মেডিকেল টিম ঢাকায় পৌঁছায়। আহতদের উন্নত চিকিৎসা এবং বার্ন ম্যানেজমেন্টে আন্তর্জাতিক এই সমন্বিত উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, মর্মান্তিক এ দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুতর দগ্ধ হন, যাদের চিকিৎসা বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালের বার্ন ইউনিটে চলছে।
মন্তব্য করুন