এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ইকরা এনজেল রাইসাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১০ জুলাই) তার পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল রাজধানীর লালবাগে রাইসার বাসায় গিয়ে এই শুভেচ্ছা ও উপহারসামগ্রী পৌঁছে দেয়।
রাইসার বাবা আনোয়ার হোসেন মাহবুব ছিলেন ঢাকা মহানগর বিএনপির ৫৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক। ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি কারাবন্দি অবস্থায় মৃত্যুবরণ করেন।
রাইসার ভালো ফলাফলের খবর পেয়ে তারেক রহমান তাৎক্ষণিকভাবে তাকে শুভেচ্ছা জানাতে নির্দেশ দেন। সেই নির্দেশ অনুযায়ী, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের তত্ত্বাবধানে একটি প্রতিনিধি দল রাইসার হাতে ফুল, মিষ্টি, গল্পের বই ও পোশাক তুলে দেয়।
উপস্থিত প্রতিনিধিরা রাইসার সাফল্যে আনন্দ প্রকাশ করেন এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন, সদস্য শাহাদত হোসেন, ছাত্রদল নেতা মশিউর রহমান মহানসহ আরও অনেকে।
মন্তব্য করুন