কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় এক ব্যতিক্রমী ও হতাশাজনক ফলাফল দেখা গেছে। জেলার নাঙ্গলকোট উপজেলার ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের ৩২ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক শহিদুল্লাহ মজুমদার স্বপন উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনিক ব্যস্ততার কারণে স্কুলের একাডেমিক কার্যক্রমে তাঁর মনোযোগ কম ছিল, যার ফলে ফলাফলে এমন ভরাডুবি ঘটেছে।
এ ঘটনায় অনেকেই শিক্ষা ব্যবস্থায় নজরদারি ও দায়বদ্ধতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন