২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার (১০ জুলাই)। দুপুর ২টা থেকে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে ফল জানা যাচ্ছে। ফল বিশ্লেষণে দেখা গেছে, জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে সবার ওপরে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
ঢাকা বোর্ড থেকে এ বছর মোট ৩৭ হাজার ৬৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ১৭ হাজার ৭৬ জন এবং মেয়ে শিক্ষার্থী ১৯ হাজার ৯৯২ জন।
বাকি বোর্ডগুলোর জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা নিচে দেওয়া হলো:
বরিশাল বোর্ডে সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছেন শিক্ষার্থীরা। সেখানে মোট ৩ হাজার ১১৪ জন এ কৃতিত্ব অর্জন করেছেন। এর মধ্যে ছাত্র ১ হাজার ৪২৯ জন ও ছাত্রী ১ হাজার ৬৮৫ জন।
মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ১১টি শিক্ষা বোর্ডের ফল একযোগে প্রকাশ করা হয়েছে।
মন্তব্য করুন