নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হওয়ার খবরে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে জামায়াত আমিরের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে বলা হয়, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জামায়াত আমিরের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে ফোন করেন ড. ইউনূস। তিনি ডা. শফিকুর রহমানের সুস্থতা কামনা করেন এবং তার সার্জারি ও চিকিৎসা-প্রক্রিয়া সম্পর্কে খোঁজ নেন।
জামায়াতের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ
প্রধান উপদেষ্টার এই আন্তরিকতার জন্য ডা. শফিকুর রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।
একই দিনে, দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান একটি বিবৃতিতে দেশবাসীর কাছে ডা. শফিকুর রহমানের দ্রুত আরোগ্য কামনায় দোয়ার আহ্বান জানিয়েছেন।
সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানের বিবৃতি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সহকারী মুজিবুল আলমের পাঠানো বিবৃতিতে অধ্যাপক মুজিবুর রহমান বলেন,
“আমাদের প্রিয় আমির ডা. শফিকুর রহমান বুধবার (৩০ জুলাই) অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তিনি দেশের চলমান সংকটময় মুহূর্তে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিলেন।”
তিনি আরও বলেন,
“এই মুহূর্তে জাতির কল্যাণে তার মত প্রাজ্ঞ নেতৃত্ব প্রয়োজন। আমরা দেশবাসী, দলের সর্বস্তরের নেতাকর্মী ও প্রবাসী শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানাচ্ছি— মহান আল্লাহর দরবারে তার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় দোয়া করুন। আল্লাহ তাআলা যেন তাঁকে পূর্ণ সুস্থতা দান করে আবারও জাতির কল্যাণে কাজ করার সুযোগ দেন— আমিন।”
মন্তব্য করুন