চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিভিন্ন ছাত্রসংগঠন। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ফল প্রকাশের পর ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির পৃথকভাবে এ শুভেচ্ছা জানায়।
ঢাকা শিক্ষা বোর্ডের অধীন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে সফল শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা। এ সময় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে মিষ্টি তুলে দেওয়া হয়।
অন্যদিকে, এক বিবৃতিতে ছাত্রদল এসএসসি পাস করা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষাব্যবস্থা নানা সংকটে জর্জরিত। তারা দাবি করে, পাঠ্যবইয়ে ইতিহাস বিকৃতি, প্রশ্নপত্র ফাঁস, রাজনৈতিক হস্তক্ষেপ, শিক্ষা খাতে অস্বচ্ছতা ও পক্ষপাতিত্বের কারণে শিক্ষার্থীরা চরম বৈষম্যের মুখোমুখি হচ্ছে। এ পরিস্থিতিতেও যারা অধ্যবসায় করে উত্তীর্ণ হয়েছে, তারা বিশেষভাবে প্রশংসার দাবিদার।
বিবৃতিতে ছাত্রদল আরও উল্লেখ করে, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। মাধ্যমিক পর্যায় থেকে তাদের মধ্যে গণতন্ত্র, ন্যায়বিচার ও স্বাধীন মতপ্রকাশের চর্চা গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা যেন শুধু পাসের গণ্ডিতে না আটকে থেকে প্রকৃত অর্থে সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠে, সেটাই সবার প্রত্যাশা।
মন্তব্য করুন