২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ফলাফলের দিক থেকে ছাত্রীদের সাফল্য উল্লেখযোগ্য। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।
বৃহস্পতিবার (১০ জুলাই) দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে এই ফল প্রকাশ করে। এসব বোর্ডের মধ্যে রয়েছে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
ফল বিশ্লেষণে দেখা গেছে, ছাত্রীদের মধ্যে পাসের হার ছেলেদের তুলনায় ৩ দশমিক ৭৯ শতাংশ বেশি। এছাড়া জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও এগিয়ে মেয়েরা—ছাত্রীদের মধ্যে ৮ হাজার ২০০ জন বেশি এই সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে।
২০২৪ সালে যেখানে মোট ১ লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল, সেখানে ২০২৫ সালে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জনে। যদিও সামগ্রিকভাবে জিপিএ-৫ কমেছে, তবুও ছাত্রীদের অগ্রগতি এই ফলাফলে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
মন্তব্য করুন