রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে ঘিরে সৃষ্টি হয়েছে জনস্রোত। সমাবেশ শুরু হওয়ার প্রায় ৬ ঘণ্টা আগেই উদ্যানজুড়ে লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে সমাবেশস্থল। শুধু উদ্যানেই নয়—বাইরেও অবস্থান করছেন হাজার হাজার নেতাকর্মী, যাদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে নানা স্লোগান।
এমন উৎসবমুখর পরিবেশে শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে সমাবেশস্থলে উপস্থিত হন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাকে স্বাগত জানাতে রাস্তার দুই পাশে সারি বেঁধে দাঁড়ান নেতাকর্মীরা। মুহুর্মুহু স্লোগানে মুখর হয়ে ওঠে সোহরাওয়ার্দীর চারপাশ। আমির তাদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং মুখভরা হাসিতে আনন্দ প্রকাশ করেন।
এরইমধ্যে দলের শীর্ষ নেতারা সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। এর মধ্যে সকাল ৯টা ৩০ মিনিটে সমাবেশস্থলে পৌঁছান দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
দুপুর ২টায় আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে শুরু হবে জাতীয় সমাবেশ। সাত দফা দাবির প্রেক্ষিতে এই সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোহরাওয়ার্দীতে আজকের এই জমায়েত যেন জনতার শক্তির এক নিঃশব্দ বার্তা।
মন্তব্য করুন