গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, “আজকের দিনে গোপালগঞ্জে যাওয়া কতটা যুক্তিসঙ্গত ছিল, তা জনগণই বিবেচনা করবে।”
বুধবার (১৬ জুলাই) বিকেলে চট্টগ্রামের ষোলশহরে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ছাত্রনেতা ওয়াসিম আকরামসহ সব শহীদদের স্মরণে’ আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় ছাত্রদলের এক সমাবেশে এ কথা বলেন তিনি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে গেলে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার শিকার হয়। গোপালগঞ্জ শেখ হাসিনার নির্বাচনী এলাকা হওয়ায় সেখানে এখনো আওয়ামী লীগের শক্ত অবস্থান রয়েছে। হামলার জেরে পুলিশের সঙ্গে দীর্ঘ সংঘর্ষ হয়, প্রাণ হারান অন্তত চারজন। পরে সেনাবাহিনীর সাঁজোয়া যান পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং নিরাপত্তার ঘেরাটোপে এলাকা ছাড়েন এনসিপি নেতারা।
এ প্রেক্ষাপটেই নাছির বলেন, “যেদিন শহীদ আবু সাঈদ ও অন্যান্যদের স্মরণে ‘জুলাই শহীদ দিবস’ পালন করা হচ্ছে, সেদিনই এনসিপি গোপালগঞ্জে গিয়ে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি করলো—এটা রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় নয়।”
এ সময় তিনি জামায়াতের তীব্র সমালোচনা করে বলেন, “দেশের সাহসী প্রশাসনিক কর্মকর্তাদের জামায়াতের ইশারায় বদলি করা হচ্ছে, আর তাদের জায়গায় নিয়োগ পাচ্ছে আওয়ামী উচ্ছিষ্টভোগীরা। এ কারণেই আজ দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতি।”
তিনি আরও দাবি করেন, “জুলাই অভ্যুত্থানে ইসলামী ছাত্রশিবিরের অংশগ্রহণের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ আজও তারা দিতে পারেনি।”
ছাত্রদল নেতা নাছিরের বক্তব্যে গোপালগঞ্জের সাম্প্রতিক উত্তেজনার নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য ও কৌশলের প্রশ্নও উঠে আসে।
মন্তব্য করুন