সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ১৮ বছর আগে বরখাস্ত হওয়া ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ দিয়েছে। একইসঙ্গে তাদের চাকরি সম্পর্কিত সব সুযোগ-সুবিধা ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ এ রায় প্রকাশ করেন। রায়ে বলা হয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হস্তক্ষেপ ছিল অসাংবিধানিক।
২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হয়েছে অভিযোগ তুলে ওই কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হয়েছিল। তবে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত মনে করে, তাদের বরখাস্তের সিদ্ধান্ত আইনসঙ্গত ছিল না।
এই মামলায় কর্মকর্তাদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী সালাহউদ্দিন দোলন, প্রবীর নিয়োগী ও রুহুল কুদ্দুস কাজল যুক্তি দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং মুহাম্মদ খালেকুজ্জামান ভূঁইয়া।
এর ফলে ১৮ বছর পর আবারও পদে ফিরছেন বরখাস্ত হওয়া উপজেলা নির্বাচন কর্মকর্তারা।
মন্তব্য করুন