উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি ও আকস্মিক বন্যায় ধ্বংসস্তূপে পরিণত উত্তরকাশীর ধরালি গ্রাম, চারজনের মৃত্যু
উত্তরকাশী, ভারত:
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলায় ভয়াবহ মেঘভাঙা বৃষ্টি ও আকস্মিক বন্যায় চরম বিপর্যয় নেমে এসেছে। ক্ষীরগঙ্গা নদীর অতিবেগবান জলস্রোত ও পাহাড়ি কাদামাটি, পাথরের ধাক্কায় কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে ধরালি গ্রামের বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে হর্ষিল উপত্যকা সংলগ্ন বহু অঞ্চল।
মঙ্গলবার (৫ আগস্ট) এই মর্মান্তিক ঘটনার দৃশ্য মোবাইল ক্যামেরায় ধারণ করেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। সেই ভিডিও ও ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা জনমনে ব্যাপক উদ্বেগ তৈরি করে।
ভয়াল মুহূর্তের বর্ণনা
স্থানীয় বাসিন্দারা জানান, আকস্মিক বন্যার সময় গ্রামের বহু বাড়ি, হোটেল ও হোমস্টে মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে যায়। চারদিকে ছড়িয়ে পড়ে পানির তোড়ে ভেসে আসা পাথর, গাছপালা ও ধ্বংসস্তূপ।
জেলা প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। অনেকেই এখনও নিখোঁজ, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনাবাহিনী।
উদ্ধার ও সহায়তা কার্যক্রম চলছে
জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থাও নেওয়া হয়েছে।
পর্যটকদের অপ্রয়োজনে ওই অঞ্চল ভ্রমণে না যাওয়ার অনুরোধ জানিয়েছে প্রশাসন। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে স্থানীয় কর্তৃপক্ষ।
মন্তব্য করুন