নতুন বিসিএসের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে। আগামী ১ নভেম্বর ২০২৫-এ প্রকাশিত হতে যাচ্ছে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে এই বিসিএস।
পিএসসি সূত্রে জানা গেছে, ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে প্রিলিমিনারি, লিখিত এবং মৌখিক পরীক্ষাসহ পুরো প্রক্রিয়া নির্ধারিত সময়েই সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
এ বিষয়ে পিএসসির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, “পঞ্চাশতম বিসিএসকে কেন্দ্র করে আলাদা গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। আবেদনকারী সংখ্যা সর্বাধিক হওয়ায় সাধারণ ক্যাডারের বিসিএসগুলো সবসময়ই বাড়তি মনোযোগ পায়।”
পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, “পিএসসিতে ইতিবাচক পরিবর্তনের চেষ্টা করছি। ইতোমধ্যে আবেদন ফি কমানো হয়েছে, মৌখিক পরীক্ষার নম্বরও হ্রাস করা হয়েছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী ৫০তম বিসিএসের পুরো কার্যক্রম সম্পন্ন করবো।”
২০২৪ সালের ডিসেম্বরে জারি হওয়া সংশোধিত নিয়ম অনুযায়ী, সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা করা হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা থেকে ৫০ টাকায় নামিয়ে আনা হয়। পাশাপাশি, আবেদনের সর্বোচ্চ বয়সসীমাও ৩০ বছর থেকে বাড়িয়ে ৩২ বছর করা হয়েছে।
এর আগে অনুষ্ঠিত ৪৭তম বিসিএসে অংশ নেয় প্রায় ৩ লাখ ৭৪ হাজার প্রার্থী। ওই বিসিএসে ৩,৪৮৭টি ক্যাডার পদ ও ২০১টি নন-ক্যাডার পদ ছিল।
দেশের চাকরিপ্রার্থীদের মাঝে ইতোমধ্যে ৫০তম বিসিএস নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, এবার আবেদনকারী সংখ্যা আরও বাড়বে।
মন্তব্য করুন