শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে অগ্নিকাণ্ড, পুরো হবিগঞ্জ জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের গ্রিড উপকেন্দ্রে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বিদ্যুৎ বিভাগ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সন্ধ্যায় হঠাৎ করে বিকট শব্দ শোনা যায়। এরপরই উপকেন্দ্র থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায় এবং অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে।
তাৎক্ষণিক ব্যবস্থা:
খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রাথমিক কারণ:
বিদ্যুৎ বিভাগের প্রাথমিক ধারণা, ট্রান্সফর্মার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।
চলছে মেরামত:
গ্রিড উপকেন্দ্র মেরামতের কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগতে পারে। জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় সাধারণ মানুষের ভোগান্তিও বেড়েছে।
আরও পড়ুন:
👉 জমি নিয়ে বিরোধ, চুনারুঘাটে দুইপক্ষের সংঘর্ষে প্রাণ গেল আলাউদ্দিনের
মন্তব্য করুন