১৪ জেলায় ৩৯টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন: ইসির চূড়ান্ত সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক | ৩০ জুলাই ২০২৫
ভোটার সংখ্যা, জনসংখ্যা ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় দেশের ১৪টি জেলায় ৩৯টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, “সীমানা পুনর্নির্ধারণ আইন ২০২১-এর ৬ ধারা অনুযায়ী—প্রশাসনিক কাঠামো, ভৌগোলিক অখণ্ডতা ও আদমশুমারির তথ্যের ভিত্তিতে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করতে হয়। ২০২২ সালের আদমশুমারি ও হালনাগাদ ভোটার তালিকার ভিত্তিতে এই সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে।”
গাজীপুরে একটি আসন বাড়ছে, বাগেরহাটে কমছে
ইসি আনোয়ারুল জানান, “বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কারিগরি কমিটির প্রস্তাবের ভিত্তিতে দেখা গেছে, গাজীপুর জেলার ভোটার সংখ্যা সর্বাধিক। সেই হিসেবে সেখানে একটি অতিরিক্ত আসনের প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে, বাগেরহাটে সর্বনিম্ন ভোটার থাকায় একটি আসন কমানোর সুপারিশ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “এবার প্রতি আসনে গড় ভোটার সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ৪ লাখ ২০ হাজার। এই সংখ্যার ভিত্তিতে সীমানা পুনর্বিন্যাস করা হয়েছে, যাতে সব আসনে ভোটারের ভারসাম্য বজায় থাকে।”
যেসব আসনের সীমানা পরিবর্তন হচ্ছে
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, যেসব আসনের সীমানা পরিবর্তন হয়েছে, সেগুলো হলো:
পঞ্চগড়: ১, ২
রংপুর: ৩
সিরাজগঞ্জ: ১, ২
সাতক্ষীরা: ৩, ৪
শরীয়তপুর: ২, ৩
ঢাকা: ২, ৩, ৭, ১০, ১৪, ১৯
গাজীপুর: ১, ২, ৩, ৫, ৬
নারায়ণগঞ্জ: ৩, ৪, ৫
সিলেট: ১, ৩
ব্রাহ্মণবাড়িয়া: ২, ৩
কুমিল্লা: ১, ২, ১০, ১১
নোয়াখালী: ১, ২, ৪, ৫
চট্টগ্রাম: ৭, ৮
বাগেরহাট: ২, ৩
কমিশনের বক্তব্য
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ভোটার অনুপাতে আসন পুনর্নির্ধারণ একটি নিয়মিত ও আইনি প্রক্রিয়া। এতে করে ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা এবং প্রতিটি ভোট সমভাবে মূল্যায়নের লক্ষ্যেই এই সীমানা পুনর্বিন্যাস করা হয়েছে।
মন্তব্য করুন