নির্বাচনে অংশ নেওয়া অপরাধ হলে ৩২ দলই দোষী”: জাতীয় পার্টির ভুঁইয়া
নিজস্ব প্রতিবেদক ●
আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কারণে জাতীয় পার্টিকে ‘ফ্যাসিস্টের দোসর’ হিসেবে চিহ্নিত করা অন্যায়—এমন মন্তব্য করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়া।
বুধবার (৩০ জুলাই) নির্বাচন কমিশনে ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রেজাউল ইসলাম ভুঁইয়া বলেন, “নির্বাচনে অংশগ্রহণ করাই যদি অপরাধ হয়, তাহলে শুধু আমরা নয়—বিএনপি, জামায়াত, ইসলামী ঐক্যজোট, মান্না ভাই, রব ভাই, ড. কামাল হোসেনসহ ৩২টি দলই সেই অপরাধ করেছে। সুতরাং শুধু জাতীয় পার্টিকে দায়ী করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
তিনি বলেন, “২০০৮, ২০১৪ এবং ২০১৮—এই তিনটি নির্বাচনেই বিভিন্ন দল অংশ নিয়েছে। তাদের মধ্যে অনেকেই আজ সরকারবিরোধী অবস্থানে থাকলেও, তখন তো তারাও ভোটে ছিল। তাহলে দায় কেন কেবল আমাদের ঘাড়ে?”
জাতীয় পার্টি সবসময় নির্বাচনমুখী রাজনৈতিক শক্তি—এমন দাবি করে ভুঁইয়া বলেন, “আমরা বিশ্বাস করি, জনগণের রায় নিয়েই পরিবর্তন সম্ভব। নির্বাচন করা মানেই সরকারপন্থী হওয়া নয়।”
উল্লেখ্য, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময় জাতীয় পার্টি সংসদে বিরোধী দলের আসনে থাকলেও কার্যত সরকারের ঘনিষ্ঠ ভূমিকায় থাকায় তাদের ‘আনুষ্ঠানিক বিরোধী’ বলা নিয়ে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে দীর্ঘদিন ধরেই সমালোচনা চলে আসছে।
সম্প্রতি গণঅভ্যুত্থনের দাবিতে আন্দোলনরত দল ও জোটগুলোর পক্ষ থেকে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবি উঠেছে। গত মঙ্গলবার গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে গিয়ে জাতীয় পার্টি এবং ১৪ দলীয় জোটভুক্ত অন্যান্য দলগুলোর নিবন্ধন স্থগিতের দাবি জানিয়েছে।
নির্বাচনে অংশ নেবে কি জাতীয় পার্টি?
এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রেজাউল ইসলাম ভুঁইয়া বলেন, “আগামী জাতীয় নির্বাচনে আমরা অংশ নিতে আগ্রহী। তবে শর্ত একটাই—লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে। এখন পর্যন্ত সে ধরনের পরিস্থিতি আমরা দেখছি না।”
তিনি আরও বলেন, “আমরা লক্ষ্য করছি, একটি পক্ষকে সরকার অতিরিক্ত পৃষ্ঠপোষকতা করছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে দলের প্রেসিডিয়াম সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তফসিল ঘোষণার পর আমরা চূড়ান্ত অবস্থান জানিয়ে দেবো।”
তথ্যসূত্র: নির্বাচন কমিশন ব্রিফিং, জাতীয় পার্টি নেতার বক্তব্য
মন্তব্য করুন