স্মার্টফোন সারারাত চার্জে রাখছেন? সাবধান! ব্যাটারি নষ্ট হতে পারে চুপিচুপি
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
সকালের ঘুম ভাঙা থেকে শুরু করে রাতের ঘুমানো পর্যন্ত—আমাদের জীবনের প্রতিটি মুহূর্তেই স্মার্টফোন এখন অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গেছে। কিন্তু যে ডিভাইসটি এতটা গুরুত্বপূর্ণ, তার সঠিক যত্ন নিচ্ছি তো আমরা? বিশেষ করে ফোন চার্জ দেওয়ার বিষয়ে অনেকেই করে বসেন মারাত্মক একটি ভুল—সারারাত চার্জে রেখে ঘুমিয়ে যাওয়া।
শুনতে নিরীহ মনে হলেও এই অভ্যাস ধীরে ধীরে আপনার ফোনের ব্যাটারির ক্ষতি ডেকে আনছে—এমন সতর্কবার্তা দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। সম্প্রতি একটি প্রযুক্তিভিত্তিক পেজের প্রতিবেদনে এই বিষয়টি উঠে এসেছে।
লিথিয়াম-আয়ন ব্যাটারির সীমাবদ্ধতা ও ‘ওভারচার্জিং’ বিপদ
বর্তমানে স্মার্টফোনে ব্যবহৃত হয় লিথিয়াম-আয়ন ব্যাটারি, যা উন্নত প্রযুক্তির হলেও পুরোপুরি নির্ভারযোগ্য নয়। ফোন ১০০% চার্জ হয়ে যাওয়ার পরও যদি চার্জার সংযুক্ত থাকে, তাহলে ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ পড়ে।
এই ‘ওভারচার্জিং’ ধীরে ধীরে ব্যাটারির দীর্ঘমেয়াদি কর্মক্ষমতা ও আয়ু কমিয়ে দেয়। এমনকি ফোন অতিরিক্ত গরম হয়ে ‘ওভারহিটিং’-এর ঝুঁকি তৈরি করে, যা গুরুতর ক্ষেত্রে ব্যাটারি বিস্ফোরণ পর্যন্ত ঘটাতে পারে।
ফোনের ব্যাটারি সুরক্ষায় করণীয়
বিশেষজ্ঞদের মতে, কিছু সহজ নিয়ম মেনে চললেই ব্যাটারির আয়ু ও ফোনের নিরাপত্তা দীর্ঘস্থায়ী করা সম্ভব। যেমন:
স্মার্টফোনের স্মার্ট ফিচার সবসময় নির্ভরযোগ্য নয়
অনেক স্মার্টফোনে এখন ‘অপ্টিমাইজড ব্যাটারি চার্জিং’ কিংবা ‘অটো স্টপ’ ফিচার রয়েছে। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করেন, এই ফিচারগুলো সবসময় কার্যকর নাও হতে পারে। তাই ব্যাটারির নিরাপত্তায় ব্যবহারকারীর সচেতনতাই সবচেয়ে কার্যকর হাতিয়ার।
সচেতন হোন, স্মার্ট থাকুন
স্মার্টফোন যত উন্নত হোক না কেন, এর ব্যাটারি এখনো প্রযুক্তিগতভাবে কিছু সীমাবদ্ধতার মধ্যে রয়েছে। অযত্ন ও অসচেতন ব্যবহারে শুধু ব্যাটারিই নয়, ডিভাইসটির জীবনকালও হ্রাস পেতে পারে।
তাই শুধু চার্জ দেওয়া নয়, স্মার্টফোন ব্যবহারে প্রয়োজন সঠিক জ্ঞান, অভ্যাস এবং যত্ন—কারণ স্মার্টফোন ‘স্মার্ট’ হলেও, তার ব্যবহারকারীকে হতে হবে আরও বেশি সচেতন।
মন্তব্য করুন