লিওনেল মেসি মাঠে না থেকেও কীভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন, সিনসিনাটির বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচে তার উপস্থিতিই ছিল তার প্রমাণ। নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে না পারলেও, গ্যালারিতে বসে মেসি ছিলেন যেন পুরো শো-এর তারকা। বিশেষ করে তার হাতে থাকা গোলাপি রঙের বিলাসবহুল রোলেক্স ডেটোনা ‘বার্বি’ ঘড়িটি সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ঘড়িটির মূল বৈশিষ্ট্যগুলো এক নজরে:
এই ঘড়িটির রঙ এবং আকর্ষণীয় ডিজাইন ইন্টার মায়ামির হোম জার্সির গোলাপি রঙের সঙ্গে চমৎকারভাবে মিলে গেছে, যা মেসির উপস্থিতিকে আরও স্টাইলিশ করে তোলে।
ম্যাচ প্রসঙ্গে:
সামনের ম্যাচ:
নিষেধাজ্ঞা কাটিয়ে লিওনেল মেসি এবার মাঠে নামার অপেক্ষায়। সম্প্রতি গোলমেশিনে পরিণত হওয়া এই কিংবদন্তির প্রত্যাবর্তন নিয়ে সমর্থকদের প্রত্যাশার পারদ এখন তুঙ্গে।
মন্তব্য করুন