খুবই দুঃখজনক একটি খবর। চিত্রনায়ক জসীমের সন্তান এ কে রাতুলের অকালপ্রয়াণ বাংলা সংগীত জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি করলো। একজন প্রতিভাবান ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দ প্রকৌশলী হিসেবে ‘ওইনড’ ব্যান্ডে তার অবদান ছিল অসাধারণ। রাতুলের এই হঠাৎ চলে যাওয়া শুধু তার পরিবার নয়, সংগীতপ্রেমীদের হৃদয়েও গভীর দাগ কেটে গেল।
চিত্রনায়ক জসীম যেমন ছিলেন রূপালি পর্দার এক অমর নায়ক, ঠিক তেমনি তার সন্তানরাও নিজেদের গড়ে তুলছিলেন সঙ্গীতের মঞ্চে। তিন ভাই—রাহুল, রাতুল ও সামী—যারা প্রত্যেকেই ব্যান্ড সঙ্গীতে সক্রিয়, তাদের এই ভ্রাতৃত্বপূর্ণ সৃষ্টিশীলতা ছিল এক অনন্য দৃষ্টান্ত।
রাতুলের আকস্মিক হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা আমাদের মনে করিয়ে দেয় সুস্থ জীবনযাপনের প্রয়োজনীয়তা ও সতর্কতার গুরুত্ব। মাত্র ৪৮ বছর বয়সে চিত্রনায়ক জসীমের মৃত্যু এবং তার ছেলে রাতুলের এমন বিদায়, এক ভয়ানক মিলের গল্প যেন।
তার আত্মার শান্তি কামনা করছি। তার স্মৃতি, সুর ও ভালোবাসা বেঁচে থাকবে তার সৃষ্টি আর তার ব্যান্ডের মধ্য দিয়ে।
মন্তব্য করুন