ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর অংশগ্রহণ ছাড়া নতুন ইসলামি জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে চারটি ইসলামপন্থী রাজনৈতিক দল।
শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আসন্ন নির্বাচনে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে ইসলামপন্থীদের মধ্যে ঐক্য জোরদারের বিষয়ে ঐকমত্য গড়ে ওঠে।
সভায় নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। এতে অংশ নেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, নেজামে ইসলাম পার্টির সহসভাপতি মাওলানা আবদুল মাজেদ আতহারী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান এবং যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
বৈঠকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, মৌলিক রাজনৈতিক সংস্কার এবং আগামীর নির্বাচনী প্রস্তুতির বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন