সিলেট, ২৩ জুলাই: লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে ও প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার ছাড়া আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “অতীতের মতো আর কোনো একতরফা, প্রশ্নবিদ্ধ নির্বাচনে জামায়াত যাবে না এবং করতেও দেবে না।”
বুধবার (২৩ জুলাই) বিকেলে সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের বর্তমান প্রেক্ষাপটকে ‘এক বিশেষ সন্ধিক্ষণ’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “এই সংকট সফলভাবে অতিক্রম করতে হবে। আমরা বিচলিত নই, তবে দেশের বাস্তবতা অনেককেই উদ্বিগ্ন করে তুলেছে।”
তিনি জানান, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইতোমধ্যে কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। “আমরা বিশ্বাস করি, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। আমাদের রাজনীতি সবসময়ই দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত,” বলেন তিনি।
জুলাই মাসের অভ্যুত্থানকে সর্বস্তরের জনগণের আন্দোলনের ফসল হিসেবে উল্লেখ করে ডা. শফিক বলেন, “এই আন্দোলন কোনো একক নেতৃত্বের কাজ নয়, এটি ১৮ কোটি জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের ফল। এর সুফল দেশের সব মানুষ পাবে।”
সম্প্রতি রাজধানীর মাইলস্টোন স্কুলে ঘটনার পর জামায়াতের তড়িৎ সহায়তা কার্যক্রমের কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা সময় নষ্ট করিনি। দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।”
১৯৭১ সালের পরও বহু মানুষের আশা-আকাঙ্ক্ষা অপূর্ণ রয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, “স্বৈরাচারী শাসনের ফলে মানুষ দীর্ঘ সময় ধরে দুঃশাসনের শিকার হয়েছে। অনেক জাতীয় নেতাকে বিচার ছাড়াই হত্যা করা হয়েছে, কেউ কেউ ভুয়া বিচারের কবলে পড়েছেন। জাতিসংঘের প্রতিবেদনে এসব অনিয়ম স্পষ্টভাবে উঠে এসেছে, কিন্তু এখনো বিশ্বাসযোগ্য বিচার হয়নি।”
তিনি ন্যায়বিচারের আহ্বান জানিয়ে বলেন, “আমরা চাই, যাদের ওপর অন্যায় হয়েছে, তাদের ন্যায়বিচার নিশ্চিত হোক। আবার যেনতেন বিচারও চাই না।”
আওয়ামী লীগ সরকারের উদ্দেশে তিনি বলেন, “যেভাবে জামায়াত নেতাদের বিচার হয়েছে, একদিন সেই একই আদালতেই আপনাদেরও আসতে হতে পারে। তবে আমরা প্রতিশোধ চাই না, চাই ন্যায়ের ভিত্তিতে বিচার ও হিসাব চুকিয়ে দেওয়া।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের বিয়ানীবাজার উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ আবুল কাশেম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট মহানগর আমীর মো. ফখরুল ইসলাম, জেলা আমির মাওলানা হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন