বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন—শিবিরের আসল রূপ দেখতে হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। কারণ, ঢাকার পবিত্র শিক্ষাঙ্গন শিবিরের রাজনীতিকে কখনোই অনুমোদন দেয়নি। ঢাবিতে তাদের উপস্থিতি সাময়িক কিছু দুষ্কৃতিকারীর সহায়তায় হলেও মূলত তারা একটি গুপ্ত সংগঠন হিসেবেই সক্রিয়।
বুধবার (২৩ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে শাখা ছাত্রদল আয়োজিত ‘জুলাই শহীদ স্মরণ সভা’-তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সর্দার রাশেদ আলী।
নাছির আরও বলেন, “আপনারা যদি শিবিরের আচরণ, কর্মপদ্ধতি ও সন্ত্রাসী কার্যক্রম সরাসরি দেখতে চান, তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে যান। গত পাঁচ বছরে তারা সাধারণ শিক্ষার্থীদের ওপর কী পরিমাণ দমন-পীড়ন চালিয়েছে, তা চট্টগ্রাম বা রাজশাহীতে গেলে উপলব্ধি করতে পারবেন।”
তিনি অভিযোগ করেন, “৫ আগস্টের পর থেকে শিবির টার্গেট করে ‘জিরো পার্সেন্ট কন্ট্রিবিউশন, হান্ড্রেড পার্সেন্ট সেলিব্রেশন’ নামক প্রোপাগান্ডা চালিয়েছে ছাত্রদলের বিরুদ্ধে। এটি একটি সুপরিকল্পিত অপপ্রচার।”
ছাত্রদল নেতা বলেন, “আমরা তো স্বাগত জানিয়েছিলাম, তারা আত্মপ্রকাশ করুক। কিন্তু কোথায় তারা প্রকাশ্য? যেসব ক্যাম্পাসে তারা শক্তিশালী, সেখানেই শুধু আত্মপ্রকাশ করে। আর যেসব জায়গায় প্রভাব নেই, সেখানে তারা গোপনে, কমিটি ছাড়াই রাজনীতি করছে।”
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো. জহির রায়হান আহমেদ, রাবি ও রাজশাহী মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
মন্তব্য করুন