সিলেট, ২৩ জুলাই — দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের কৃতিত্ব আপামর জনগণের উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “এই অভ্যুত্থানের কোনো মাস্টারমাইন্ড নেই, এর নায়ক দেশের সাধারণ মানুষ।”
বুধবার (২৩ জুলাই) সিলেটের বিয়ানীবাজারে অনুষ্ঠিত দলটির এক জনশক্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন না হলে দেশে সমস্যা তৈরি হবে। তবে সেই নির্বাচন হতে হবে লেভেল প্লেয়িং ফিল্ডে, কালো টাকার প্রভাবমুক্ত এবং সবার জন্য সমান সুযোগের ভিত্তিতে।” তিনি আগামী বছরের শুরুতেই জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানান।
সাবেক সরকারগুলোর সমালোচনা করে জামায়াত আমীর বলেন, “যারা এতদিন দেশ চালিয়েছে, তারা জনগণের স্বার্থের কথা ভাবেনি। দুর্নীতির কারণে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলেও ক্ষতিগ্রস্ত হয়েছে।”
সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা ছাড়াও আশপাশের জেলা থেকে আগত জামায়াত সমর্থকরা অংশ নেন।
মন্তব্য করুন