রাজধানীর পল্লবীতে চাঁদার দাবিকে কেন্দ্র করে একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, চাঁদা না দেওয়ায় প্রতিষ্ঠানটিতে গুলি চালিয়ে তাণ্ডব চালিয়েছে ২৫-৩০ জনের একটি দল।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে পল্লবীর আলাব্দিরটেক এলাকায় ‘এ কে বিল্ডার্স’ নামে একটি আবাসন প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা শরিফুল ইসলাম গুলিবিদ্ধ হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম জানান, আলাব্দিরটেক এলাকায় বিকেলে কিছু লোক ত্রাস সৃষ্টি করে এবং গুলি ছোড়ে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ কে বিল্ডার্সের চেয়ারম্যান কাইউম আলী খানের ছেলে আমিনুল এহসান জানান, তিন সপ্তাহ আগে ‘জামিল’ নামে এক ব্যক্তি তার বাবার কাছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তিনি প্রথমে দুই দফায় হামলা চালান, পরে শুক্রবার আরও বড় পরিসরে হামলা করে সিসিটিভি ক্যামেরা, আসবাব ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
মন্তব্য করুন