ভারতীয় বিমানবাহিনীর (IAF) একটি জাগুয়ার ট্রেইনার যুদ্ধবিমান রাজস্থানের চুরু জেলায় প্রশিক্ষণ মিশনের সময় বিধ্বস্ত হয়ে দুই পাইলটের প্রাণহানি ঘটেছে। বুধবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে।
বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বিমানটি নিয়মিত প্রশিক্ষণ মিশনের অংশ হিসেবে উড্ডয়ন করেছিল। দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটে চুরুর রাজলদেশর থানার অন্তর্গত ভানোদা গ্রামের একটি কৃষিজমিতে এটি ভেঙে পড়ে। বিমানে থাকা দুই পাইলট মারাত্মক আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে দুর্ঘটনাস্থলে কোনো বেসামরিক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
বিমান বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি আদালতীয় তদন্ত (কোর্ট অব ইনকোয়ারি) গঠন করেছে বিমানবাহিনী। নিহত পাইলটদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ভারতীয় বিমানবাহিনী বলেছে, এই দুঃসময়ে তারা শোকাহত পরিবারের পাশে রয়েছে।
উল্লেখ্য, চলতি বছরই একাধিক যুদ্ধবিমান দুর্ঘটনায় পড়েছে ভারতীয় বিমানবাহিনী। গত এপ্রিল মাসে গুজরাটের জামনগরে একটি জাগুয়ার বিমান নাইট মিশনের সময় ভেঙে পড়ে, যেখানে এক পাইলট নিহত হন। মার্চে হরিয়ানার পাঁচকুলায় সিস্টেম ত্রুটির কারণে একটি যুদ্ধবিমান ভেঙে পড়ে। ফেব্রুয়ারিতে মধ্যপ্রদেশে একটি মিরাজ-২০০০ বিধ্বস্ত হয় এবং আগ্রায় গত বছর নভেম্বরে একটি মিগ-২৯ ধ্বংস হয়।
এই ধারাবাহিক দুর্ঘটনা ভারতীয় যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ, প্রযুক্তিগত সক্ষমতা এবং প্রশিক্ষণ ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।
বিশেষজ্ঞরা বলছেন, পুরোনো যুদ্ধবিমান ব্যবহারের পাশাপাশি রক্ষণাবেক্ষণে ঘাটতি ও পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এই দুর্ঘটনাগুলোর জন্য দায়ী হতে পারে।
ভারতীয় প্রতিরক্ষা খাতে নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণে এখনই আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহলে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
মন্তব্য করুন