ঘোষণাপত্রে কিছুটা ছাড় দিলেও জুলাই সনদ নিয়ে কোনো আপস করতে রাজি নয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা বলছেন, অন্তর্বর্তী সরকারের আমলেই এই সনদ বাস্তবায়ন করতে হবে এবং আসন্ন জাতীয় নির্বাচনও হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। অন্যথায় নির্বাচনে অংশ না নেওয়ার কথাও ভাবছে তারা।
১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এক সম্মেলনে এনসিপির শীর্ষ নেতারা জানান, ঘোষণাপত্র নিয়ে তারা প্রত্যাশা অনুযায়ী ফল পাননি। তবে জুলাই সনদের ক্ষেত্রে তারা কোনো ছাড় দেবেন না।
সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জনগণের পক্ষ থেকে যে মৌলিক সংস্কারের রূপরেখা ঘোষণা করা হয়েছে, সেটির মাধ্যমেই গণতন্ত্র নিশ্চিত হবে। রাষ্ট্রকে গণতান্ত্রিক কাঠামোয় গড়ে তোলার জন্য এই জুলাই সনদ অপরিহার্য। এতে একচুলও ছাড় দেওয়া হবে না।”
দলটির নেতারা আরও জানান, নির্বাচিত সরকার এসে সনদ বাস্তবায়ন করবে—এমন প্রতিশ্রুতিতে তাদের আস্থা নেই। তাদের দাবি, বর্তমান অন্তর্বর্তী সরকারকেই সনদ কার্যকর করার আইনি ভিত্তি দিতে হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অতীতে ক্ষমতায় গিয়ে অনেক দল প্রতিশ্রুতি রক্ষা করেনি। সেখান থেকেই এনসিপির অনাস্থা তৈরি হয়েছে এবং সনদ ইস্যুতে দলটির কঠোর অবস্থান গড়ে উঠেছে।
এনসিপির নেতারা মনে করেন, জুলাই সনদ নতুন বাংলাদেশের স্বীকৃতির দলিল। এটি বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, তাদের স্বপ্ন পূরণ হবে না।
মন্তব্য করুন