মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টায় (বাংলাদেশ সময় সকাল ৮টা) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ আলোচনা শুরু হয়।
বৈঠকের আগে অধ্যাপক ইউনূস প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে আনোয়ার ইব্রাহিম তাকে স্বাগত জানান এবং কূটনীতিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। আনুষ্ঠানিকতা হিসেবে দুই দেশের জাতীয় সংগীতও বাজানো হয়।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার মালয়েশিয়ায় পৌঁছান প্রধান উপদেষ্টা। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল তাকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দিয়ে বরণ করেন।
প্রধান উপদেষ্টার দপ্তরের তথ্য অনুযায়ী, সফরে অভিবাসন ও বিনিয়োগ-সংক্রান্ত বিষয়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আজকের বৈঠক শেষে একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে, আর পুরো সফরে মোট পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই হতে পারে।
আগামীকাল বুধবার মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করবে। এ অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও উপস্থিত থাকতে পারেন। সফরের অংশ হিসেবে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় করবেন।
মন্তব্য করুন