যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ টেলিফোনালাপ করেছেন। সোমবার (৩০ জুন) এ আলোচনার তথ্য প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষ অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করার ব্যাপারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
এর পাশাপাশি বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলম নিজ ফেসবুক পোস্টে জানিয়েছেন, সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ড. ইউনূস ও মার্কো রুবিওর মধ্যে প্রায় ১৫ মিনিটের এক উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং ফলপ্রসূ টেলিফোন সংলাপ অনুষ্ঠিত হয়। এই আলোচনা দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি ইতিবাচক প্রতিফলন বলে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন