গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়েই দেশের চলমান সংকটের সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মানুষের মধ্যে ঐক্য থাকলে কোনো লক্ষ্য অর্জন অসম্ভব নয়।
রোববার রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি’ আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “আমরা এখন একটি ট্রানজিশন পিরিয়ডে আছি। তবে ইতোমধ্যে একটি জাতীয় ঐক্যের আবহ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগানো গেলে সফলতা আসবে। ১৯৭১ সালে যেমন ঐক্যবদ্ধ জাতি বিজয় ছিনিয়ে এনেছিল, তেমনি ২০২৪ সালেও জনগণ তাদের শক্তি দেখিয়েছে।”
তিনি আরও বলেন, “বিএনপি সবসময় জনগণের প্রয়োজনীয়তা বোঝে এবং রাষ্ট্র কাঠামোর সংস্কারের বিষয়ে সচেতনভাবে এগোচ্ছে। দলীয়ভাবে আমরা দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে আসছি। এরই অংশ হিসেবে তারেক রহমান ৩১ দফা কর্মসূচি দিয়েছেন।”
পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তার বিষয়ে তিনি বলেন, “দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকাজুড়ে পরিবহন ও কৃষিতে ব্যাপক সংকট দেখা দিয়েছে। এসব সমস্যার টেকসই সমাধানে অবকাঠামোগত উন্নয়ন জরুরি। প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়াও দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তার কথা আগেই বলেছেন।”
তিনি মনে করেন, শুধুমাত্র রাজনৈতিক কমিটমেন্ট নয়, জনগণের মধ্য থেকেও দাবির সাড়া উঠে আসতে হবে। “জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো বড় পরিবর্তন সম্ভব নয়,” — বলেন তিনি।
মন্তব্য করুন