ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত? উপাচার্যদের গরহাজিরায় কড়া বার্তা রাজ্যপালের
কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠল। এবার ইস্যু রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে। রাজভবনের ডাকে সাড়া না দেওয়ায় কড়া বার্তা দিলেন রাজ্যপাল ড. সিভি আনন্দ বোস।
শনিবার (২৬ জুলাই), রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য ২৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রাজভবনে এক বৈঠকে আমন্ত্রণ জানান। কিন্তু শুধুমাত্র ৯ জন উপাচার্য উপস্থিত হন, যাঁরা সবাই রাজ্যপালের নিযুক্ত বলে জানা গেছে। বাকি ২০ জন উপাচার্য বৈঠকে গরহাজির থাকেন।
রাজ্যপালের কড়া প্রতিক্রিয়া
রাজভবন সূত্রে জানা গেছে, বৈঠকে অনুপস্থিত থাকা উপাচার্যদের বিরুদ্ধে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠানো হয়েছে। রাজ্যপাল বলেছেন,
“আচার্য হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই আমার দায়িত্ব। দায়িত্ব এড়িয়ে যাওয়া শিক্ষার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে।”
পরিপ্রেক্ষিত: ‘অপরাজিতা বিল’ বিতর্ক
এই ঘটনার আগে সম্প্রতি ‘অপরাজিতা বিল’ ফেরত দিয়েছেন রাজ্যপাল। সেই বিল অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য পদে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে বসানোর প্রস্তাব ছিল। বিলটি রাজ্যপাল প্রত্যাখ্যান করার পর থেকেই রাজ্য-রাজ্যপালের সম্পর্ক আবার উত্তপ্ত হয়ে ওঠে।
রাজনৈতিক বিশ্লেষকদের মত
বিশ্লেষকদের মতে, উপাচার্যদের গরহাজিরা এবং রাজ্যপালের প্রতিক্রিয়া রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের সম্পর্ক আরও তীব্র সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা প্রশাসনে এই টানাপোড়েন শিক্ষাব্যবস্থাকে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে।
মন্তব্য করুন