নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ড. ইউনূসের
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা ভণ্ডুল করার অপচেষ্টা প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত ১৪ দলের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে তিনি এ আহ্বান জানান।
ড. ইউনূস বলেন,
“নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না। জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এ সময় তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি পারস্পরিক সহনশীলতা ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
মন্তব্য করুন