রাজধানীর গুলশানে এক সাবেক মহিলা এমপির বাসায় চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে একটি সংগঠনের পাঁচজন সদস্য। আটককৃতদের মধ্যে রয়েছেন সংগঠনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াদ।
📍 স্থান: গুলশান ৮৩ নম্বর রোড
👤 ভুক্তভোগী: সাবেক এমপি শাম্মি আহমেদ
💰 চাঁদার পরিমাণ: দাবি করা হয়েছিল ৫০ লাখ টাকা!
👜 প্রথম কিস্তি: ১০ লাখ টাকা নিয়ে গিয়েছিল তারা
🚓 গ্রেফতার: আজ দ্বিতীয় কিস্তির জন্য গেলে হাতেনাতে গ্রেপ্তার
👮♂️ গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন:
“দলটি কিছুদিন আগে প্রথম দফায় টাকা নিয়ে যায়। আজ আবার গেলে আমরা আগে থেকেই সতর্ক ছিলাম, সেখান থেকেই পাঁচজনকে আটক করা হয়।”
🔒 পুলিশ জানায়, আটককৃত পাঁচজন গুলশান থানা হেফাজতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
🛑 এ ধরনের প্রতারণা ও চাঁদাবাজির ঘটনায় সতর্ক থাকুন। কোনো সন্দেহজনক পরিস্থিতিতে সরাসরি নিকটস্থ থানায় যোগাযোগ করুন।
#গুলশান #চাঁদাবাজি #রাজনীতি #সংগঠনের_নামে_প্রতারণা #ঢাকা_খবর #বাংলাদেশ_নিউজ
মন্তব্য করুন