বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে কোথাও কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই। এখন আগের চেয়ে কয়েকগুণ বেশি ঘুষ দিতে হচ্ছে, যা দেশের সাধারণ জনগণের জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।
শনিবার (২৬ জুলাই) ঢাকার সিরডাপ মিলনায়তনে অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান রচিত ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক নিজে এবং প্রধান অতিথি ছিলেন সাবেক অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
ফখরুল বলেন, “আগে যেখানে ঘুষ দিতে হতো এক লাখ টাকা, এখন দিতে হচ্ছে পাঁচ লাখ। প্রশাসনে কোনো পরিবর্তন হয়নি, বিশেষ করে পুলিশের ক্ষেত্রে। এজন্য সংস্কার প্রয়োজন, তবে রাতারাতি নয়।”
তিনি আরও বলেন, “গণতান্ত্রিক চর্চা ছাড়া পরিবর্তন সম্ভব নয়। কোনো কিছু চাপিয়ে দিলে স্থায়ী সমাধান হবে না। সময়ক্ষেপণ না করে অবিলম্বে জনগণের ভোটে প্রতিনিধিত্ব নিশ্চিত করে প্রয়োজনীয় সংস্কার আনতে হবে।”
এ সময় তিনি আন্তর্জাতিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য শুল্ক নীতির প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
মন্তব্য করুন