কুমিল্লার দাউদকান্দিতে ঘটেছে এক ভয়াবহ, পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।
২৩টি মামলার আসামি আল মামুন—স্থানীয়ভাবে পরিচিত “মামুন সম্রাট”—কে প্রকাশ্য সড়কে কুপিয়ে হত্যা করেছে মুখে মাস্ক পরা দুর্বৃত্তরা।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গৌরীপুর বাস স্টেশনে এই হত্যাকাণ্ড ঘটে।
ঢাকা থেকে কক্সবাজারগামী একটি এসি বাসে করে যাচ্ছিলেন মামুন।
স্টেশনে থামার পর পানি কেনার উদ্দেশ্যে তিনি নিচে নামতেই অন্তত ৪-৫ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।
মাত্র চার মিনিটেই ঘটনাস্থলে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় হত্যাকারীরা।
পুলিশ জানিয়েছে, নিহত মামুন তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে। তিনি পরিবার নিয়ে গৌরীপুর বাজার সংলগ্ন ভুলিরপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
জানা গেছে, হত্যার সময় মামুনের সঙ্গে বাসে ছিলেন তিনজন নারী।
তাদের একজন নিজেকে মামুনের স্ত্রী পরিচয় দিয়েছেন।
পুলিশ এ তিন নারীকে রাতভর জিজ্ঞাসাবাদ করেছে এবং এখন তদন্তের মূল ফোকাস—এই হত্যার খবর আগেভাগেই দুর্বৃত্তরা জানলো কীভাবে?
স্থানীয় সূত্র বলছে, মামুন এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করতেন।
তিনি এর আগেও একাধিকবার আটক হয়েছিলেন এবং সম্প্রতি জামিনে ছাড়া পেয়েছিলেন।
পুলিশের দাবি, ঘটনাস্থলের কিছু সিসিটিভি ফুটেজ মিলেছে, তবে হামলাকারীদের মুখে মাস্ক থাকায় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
তদন্ত চলছে, পুলিশ বলছে—হত্যাকাণ্ডটি অত্যন্ত পরিকল্পিত।
মন্তব্য করুন