বাংলাদেশ জাতীয় দল এরই মধ্যে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে। প্রথম দুই ম্যাচে জয়ের মাধ্যমে সিরিজ নিশ্চিত করেছে লিটন দাস ও জাকের আলী অনিকদের নেতৃত্বাধীন টাইগাররা। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি, যেখানে লক্ষ্য একটাই—হোয়াইটওয়াশ।
এর আগে ওয়ানডে ও টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করলেও টি-টোয়েন্টিতে সেই কীর্তি কখনো গড়তে পারেনি বাংলাদেশ। এবার ইতিহাস গড়ার হাতছানি দিচ্ছে। দ্বিতীয় ম্যাচে ম্যাচসেরা জাকের আলী অনিক ম্যাচ শেষে বলেছিলেন, “৩-০ ব্যবধানে সিরিজ শেষ করাই আমাদের পরবর্তী লক্ষ্য।” সেই লক্ষ্যেই আজ মাঠে নামবে বাংলাদেশ।
২০১৫ সালে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারায় টাইগাররা। ২০২৪ সালে পাকিস্তান সফরে গিয়ে প্রথমবারের মতো টেস্ট সিরিজও জেতে তারা, এবং সেটিও হোয়াইটওয়াশ করে। এবার টি-টোয়েন্টি সংস্করণে একই পরিণতি দিতে প্রস্তুত বাংলাদেশ।
উল্লেখযোগ্যভাবে, অতীতে দুইবার একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে অংশ নিয়ে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ—এর একটি ছিল চলতি বছরেই পাকিস্তানের মাটিতে। তাই এবার ঘরের মাঠে সেই হার ফিরিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে।
টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের হোয়াইটওয়াশের ইতিহাসও কম নয়। ২০১২ সালে আয়ারল্যান্ডকে প্রথম হোয়াইটওয়াশ করার পর জিম্বাবুয়ে, আরব আমিরাত, ইংল্যান্ড, আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজকেও একইভাবে হারিয়েছে বাংলাদেশ।
সাম্প্রতিক ফর্মও আশাব্যঞ্জক। শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর টানা চার ম্যাচ অপরাজিত রয়েছে টাইগাররা। আজকের ম্যাচ জিতে সেই ধারাবাহিকতা ধরে রাখতেই চাইবে দল।
আজ সন্ধ্যায় মাঠে গড়াবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ। লক্ষ্য শুধু জয় নয়—গর্বের সঙ্গে ইতিহাস গড়াও।
মন্তব্য করুন