বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ফরমাল পোশাক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। গত ২১ জুলাই ব্যাংকের মানবসম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরামর্শমূলক অফিস আদেশ জারি করা হয়, যা ২৩ জুলাই ব্যাংকের সব বিভাগ ও অফিসে পাঠানো হয়।
আদেশে বলা হয়, নারী কর্মকর্তা–কর্মচারীদের শাড়ি, সালোয়ার–কামিজ, ওড়না কিংবা অন্যান্য পেশাদার ও শালীন পোশাক পরতে হবে। ছোট হাতা বা ছোট দৈর্ঘ্যের পোশাক, লেগিংস ইত্যাদি নিষিদ্ধ। পুরুষদের জন্য ফরমাল শার্ট, ফুলপ্যান্ট ও চামড়ার জুতা পরিধান আবশ্যক। জিন্স বা গ্যাবার্ডিন প্যান্ট নিষিদ্ধ করা হয়েছে।
আদেশে আরও বলা হয়, প্রতিটি বিভাগে একজন কর্মকর্তাকে মনোনীত করে পোশাকবিধির বাস্তবায়ন তদারকি করতে হবে। কেউ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে।
ব্যাংকের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন বয়সী কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পোশাকের বৈচিত্র্য থাকায় পারস্পরিক বোঝাপড়া ও পেশাদার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এই সার্কুলার জারি করা হয়েছে। তবে, এটি কোনো বাধ্যতামূলক ধর্মীয় পোশাকের নির্দেশনা নয়—নারীদের হিজাব বা বোরখা পরার বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই।
অতিশয় অলঙ্কারপূর্ণ পোশাককে নিরুৎসাহিত করে সাদামাটা ও পেশাদার পোশাক পরিধানের আহ্বান জানানো হয়েছে এই সার্কুলারে।
মন্তব্য করুন