পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় নির্মাণাধীন একটি সেতুর ছাদ ধসে পড়েছে নির্মাণকাজ সম্পন্ন হওয়ার আগেই। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে পূর্ব জলাবাড়ি ইউনিয়নের ভাদুরা খালের ওপর নির্মিতব্য এই সেতুটি হঠাৎ ধসে পড়ে। সেতুটির ত্রুটিপূর্ণ অংশ ভেঙে ফেলেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব জলাবাড়ি খৃষ্টান পাড়া থেকে মাদ্রা বাজার সড়কে দুটি গার্ডার সেতু নির্মাণের জন্য ২০২১ সালের ২৯ ডিসেম্বর মেসার্স ইফতি ইটিসিএল নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয় এলজিইডি। প্রায় ৫ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে ২২ ও ১৫ মিটার দৈর্ঘ্যের দুটি সেতু নির্মাণের কথা থাকলেও কাজের গুণগত মান এবং সময়সূচি অনুসরণ না করায় একাধিকবার স্থানীয়দের বাধার মুখে পড়ে নির্মাণকাজ।
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মিরাজুল ইসলাম সরাসরি কাজ না করে সাব-কন্ট্রাক্টরের মাধ্যমে নির্মাণ পরিচালনা করছিলেন। অভিযোগ রয়েছে, এক পর্যায়ে গার্ডার ছাড়াই ছাদ ঢালাই দেওয়া হয়, যা কিছুদিনের মধ্যেই ভেঙে পড়ে। এ ঘটনায় স্থানীয়দের আপত্তির ভিত্তিতে এলজিইডি তদন্ত শেষে সেতুর ওই অংশ অপসারণের সিদ্ধান্ত নেয় এবং সোমবার থেকে ভাঙার কাজ শুরু করে।
স্থানীয় বাসিন্দা আশিকুল মন্ডল বলেন, “শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার হচ্ছিল। আমরা বাধা দিলেও কর্ণপাত করা হয়নি।”
আরেকজন বাসিন্দা ওমর হোসেন বলেন, “সেতুর নির্মাণ কাজ দীর্ঘদিন ঝুলে থাকায় শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।”
উপজেলা প্রকৌশলী মো. রায়সুল ইসলাম বলেন, “নিয়মবহির্ভূতভাবে কাজ করায় সেতুর স্লাব পুরোপুরি অপসারণ করে নতুনভাবে ঢালাই করতে হবে। মূল ঠিকাদার অনুপস্থিত থাকায় কাজ বাস্তবায়নে জটিলতা তৈরি হয়েছে।”
স্থানীয়দের অভিযোগ, এলজিইডি কর্মকর্তাদের যোগসাজশে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। সরকার পরিবর্তনের পর থেকে মূল ঠিকাদার আত্মগোপনে রয়েছেন বলে জানান তারা।
মন্তব্য করুন