প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আশঙ্কা প্রকাশ করে বলেছেন, জুলাই অভ্যুত্থানের এক বছর না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের আভাস দেখা যাচ্ছে।
বুধবার (২৩ জুলাই) ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ইউনূস বলেন, “এক বছর পূর্তিতে আমরা সবাইকে নিয়ে অতীতকে স্মরণ করতে চেয়েছিলাম, যাতে ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে সুদৃঢ়ভাবে তুলে ধরা যায়। কিন্তু এখন দেখা যাচ্ছে, ওই পরাজিত শক্তি ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে।”
তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে এক কাতারে থাকতে হবে। অন্যথায় ষড়যন্ত্রকারীরা এটিকে দুর্বলতা হিসেবে ব্যবহার করতে পারে।”
বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নেতারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও কঠোরভাবে নিয়ন্ত্রণের আহ্বান জানান এবং সংস্কার, বিচার ও নির্বাচন প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টাকে পূর্ণ সমর্থন দেন। তারা আগামী দিনে ফ্যাসিবাদ প্রতিরোধে সর্বদলীয় সভা আরও নিয়মিতভাবে আয়োজনের প্রস্তাব দেন।
মন্তব্য করুন