ঢাকা, ২১ জুলাই — রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ হওয়া মাদারীপুরের শিক্ষার্থী কাজী মোর্শেদ (কাব্য) অবশেষে সন্ধান পেয়েছেন। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে।
কাব্য মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকার বাসিন্দা এবং মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী। দুর্ঘটনার পর সোমবার দুপুর থেকে তার কোনো সন্ধান মিলছিল না। এতে উদ্বিগ্ন হয়ে পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব রাজধানীর বিভিন্ন হাসপাতালে খোঁজ করতে থাকেন।
রাতের দিকে স্বজনরা তাকে বার্ন ইউনিটে শনাক্ত করেন। চিকিৎসকদের বরাতে পরিবারের সদস্যরা জানিয়েছেন, কাব্যের অবস্থা আশঙ্কাজনক হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
কাব্যের খোঁজ মেলায় মাদারীপুর, কালকিনি ও শিবচর এলাকায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা কাব্যের সুস্থতার জন্য দোয়া চেয়ে বিভিন্ন পোস্ট দিচ্ছেন।
কাব্যের বাবা মরহুম রুমেল কাজীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, “আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমাদের কাব্যকে সুস্থ করে পরিবারের মাঝে ফিরিয়ে দেন।”
উল্লেখ্য, সোমবারের ভয়াবহ ওই দুর্ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হয়েছেন। এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন এবং তাদের খোঁজে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন