ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে প্রাণহানির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৯ ঘণ্টা ধরে অবরুদ্ধ থাকার পর অবশেষে পুলিশি পাহারায় বের হতে পেরেছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ নজরুল ও সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তারা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেন। তবে শিক্ষার্থীদের ঘেরাও ও বিক্ষোভের কারণে বারবার চেষ্টা করেও বের হতে পারেননি। বিকেলে একবার দিয়াবাড়ি মোড়ে শিক্ষার্থীদের বাধার মুখে ফিরে আসেন তারা।
দুপুরে কলেজের কনফারেন্স রুমে শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে উপদেষ্টা আসিফ নজরুল ছয় দফা দাবিকে যৌক্তিক বলে মন্তব্য করেন এবং সেগুলোর পূর্ণ বাস্তবায়নের আশ্বাস দেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—নিহতদের পরিচয় প্রকাশ, আহতদের তালিকা, ক্ষতিপূরণ, নিরাপদ বিমান চালু, প্রশিক্ষণ ব্যবস্থা সংস্কার এবং শিক্ষকদের গায়ে হাত তোলার জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া।
তবে উপদেষ্টাদের আশ্বাসের পরও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যান। বিকেল পৌনে চারটার দিকে উপদেষ্টাদের গাড়িবহর ফের বাধার মুখে পড়লে তারা আবার কলেজে ফিরে যান।
পরে সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে নিরাপত্তা বাহিনীর সহায়তায় ক্যাম্পাস ত্যাগ করেন তারা। কলেজ প্রাঙ্গণ থেকে গাড়িবহর দিয়াবাড়ি মেট্রোরেল ডিপোর পথ ধরে এলাকা ছাড়ে।
উল্লেখ্য, গতকাল সোমবার মাইলস্টোন কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে ৩১ জন নিহত ও ১৬৫ জন আহত হন। অধিকাংশ হতাহতই শিশু শিক্ষার্থী।
মন্তব্য করুন