শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে মাহফুজ আলম লেখেন, “মাইলস্টোন দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য শিগগিরই একটি কমিটি গঠন করা হচ্ছে। শিক্ষার্থীদের ছয় দফা দাবি পর্যালোচনা করে তদন্ত কমিটি কাজ শুরু করবে। ইতোমধ্যে শিক্ষা সচিবকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। সরকার ন্যায্য দাবির প্রতি দায়বদ্ধ।”
এ ঘটনায় বিভিন্ন মহলে আলোচনার ঝড় উঠেছে। শিক্ষার্থীদের বিক্ষোভ ও দাবি-পূরণের প্রেক্ষাপটে সরকারের এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য করুন