মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে সাতমাথা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি জলেশ্বরীতলা মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে পৌঁছায়।
সেখানে গিয়ে শিক্ষার্থীরা মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ এবং অন্তর্বর্তী সরকারের প্রতি কঠোর বার্তা দিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
জেলা প্রশাসক হোসনা আফরোজা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি দেখা করতে শুরুতে গড়িমসি করলে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। পরবর্তীতে তারা আল্টিমেটাম দিলে জেলা প্রশাসক নিচে নেমে এসে তাদের সঙ্গে কথা বলেন। কথোপকথনের সময় শিক্ষার্থীরা তাকে তীব্র সমালোচনার মুখে ফেলেন এবং “ভুয়া ভুয়া” স্লোগান দেন।
দাবিদাওয়ার মধ্যে শিক্ষার্থীরা জানান, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের জন্য সরকারি সহায়তা, এবং প্রকৃত হতাহতের হিসাব প্রকাশ করতে হবে। জেলা প্রশাসক এসব দাবি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।
পরে শিক্ষার্থীরা সাতমাথায় ফিরে গিয়ে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা সম্পন্ন করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাকিব খান জানান, নিহতদের সঠিক সংখ্যা প্রকাশ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দায়িত্ব সরকারকে নিতে হবে। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
মন্তব্য করুন