জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, ভবিষ্যতে একই ব্যক্তি দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অধিকাংশ রাজনৈতিক দল এ প্রস্তাবে একমত হয়েছে। তবে কিছু দল ভিন্নমত পোষণ করায় তারা জাতীয় সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ পাবে।
এই বিষয়ে বিএনপি, এলডিপি, লেবার পার্টি, এনডিএম, ১২ দলীয় জোটসহ কিছু দল একই ব্যক্তিকে প্রধানমন্ত্রী ও দলপ্রধান হিসেবে রাখার পক্ষে মত দিয়েছে। অন্যদিকে, জামায়াতে ইসলামি, এনসিপি ও বেশিরভাগ দল এর বিরোধিতা করে।
আলোচনার সূচিতে এদিন তত্ত্বাবধায়ক সরকার গঠন, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক নিয়োগের প্রক্রিয়া নিয়েও মতবিনিময় ও সিদ্ধান্ত হয়।
এছাড়া আলোচনার শুরুতে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে শোকপ্রস্তাব পাঠ করা হয়।
মন্তব্য করুন