উত্তরার দিয়াবাড়িতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জামায়াতের সর্বস্তরের জনশক্তি, এলাকাবাসীকে উদ্ধার কাজে অংশগ্রহণ, আহতদের চিকিৎসা সেবায় সর্বাত্মক সহায়তার আহ্বান জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (২১ জুলাই) দুপুরে এক বিবৃতিতে জামায়াত আমির এ আহ্বান জানান। এদিন বেলা দেড়টার দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
এক বার্তায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি বেলা ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।
মন্তব্য করুন