ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নির্বাচন উপলক্ষে তফসিল আগামী ২৯ জুলাই প্রকাশ করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে।
রোববার সকালে নবাব আলী চৌধুরী সিনেট ভবনে বিভিন্ন ছাত্র সংগঠন ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানানো হয়।
প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, তফসিল ঘোষণার পর ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য নির্বাচন কমিশন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে।
তিনি আরও জানান, এবার ছয়টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন